পাতা:গীতবিতান.djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০৮
আনুষ্ঠানিক

লহো তুমি লহো তুলে  তোমারি চরণমূলে
নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি।
মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
তব শুভ আশীর্বাদ করি বিতরণ।
বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা—
দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথি।

দুটি প্রাণ এক ঠাই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি।
এ জগতচরাচরে  বেঁধেছ যে প্রেমডোরে
সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি।
তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,
তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।
সাধিতে তোমার কাজ  দুজনে চলিবে আজ,
হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি।

সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে।
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর—
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো  সংশয়নিশীথে সংসার-অর্ণবে।
চিরসুধাময় প্রেমের মিলন  মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন  জীবনের কাজ সাধিয়ো নীরবে।
কত দুঃখ আছে,কত অশ্রুজল—
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল  বিপদে সম্পদে শোকে উৎসবে।