পাতা:গীতবিতান.djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আনুষ্ঠানিক
৬০৯

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়।
সম্মুখে রয়েছে তার  তুমি প্রেমপারাবার,
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়।
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত, পাষাণ পৰ্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়।
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে
দুটি হৃদয়ের সুখ  দুটি হৃদয়ের দুখ,
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়।

দুজনে যেথায় মিলিছে সেথায়  তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
দুজনে যাহারা চলেছে তাদের  তুমি রাখো, প্রভু, সাথে রাখো।
যেথা দুজনের মিলিছে দৃষ্টি  সেথা হোক তব সুধার বৃষ্টি—
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের  তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো।
দুজনে মিলিয়া গৃহের প্রদীপে জ্বালাইছে যে আলোক
তাহাতে, হে দেব, হে বিশ্বদেব,  তোমারি আরতি হোক।
মধুর মিলনে মিলি দুটি হিয়া  প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে  তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো।

যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী,
কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী।