পাতা:গীতবিতান.djvu/৭৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আনুষ্ঠানিক
৬১৩

যার বুক ফেটে এই প্রাণ উঠেছে,  হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে।
দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা,
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা।
ওর হৃদয়-গলা জলের ধারা  সাগর-পানে আত্মহারা রে
প্রাণের বাণী বয়ে আনে।

১৬

আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি।
মাঠ আমাদের মিতা ওরে,  আজ তারি সওগাতে
মোদের  ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে।
মোরা  নেব তারি দান,  তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।
বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,
রোদ এসেছে সোনার জাদুকর—
ও সে  সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের  ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা  নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।

১৭

অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো।
দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।
আনো শক্তি, আনো দীপ্তি,  আনো শান্তি, আনো তৃপ্তি,
আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।
এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী—
শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।