পাতা:গীতবিতান.djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালমৃগয়া তোরেও কি হারাব বাছা রে— সে তো প্রাণে সবে না । আমা-তরে অকারণে, ওগো পিতা, ভেবো না । অদূরে সরযু বহে, দূরে যাব না। । পথ যে সরল অতি, চপলা দিতেছে জ্যোতি— তবে কেন, পিতা, মিছে ভাবনা । অদূরে সরযু বহে, দূরে যাব না। প্রস্থান চতুর্থ দৃশ্য বন বনদেবতা সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল— কী হবে কে জানে । ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা । চমকে চমকে সহসা দিক উজলি -চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী থরহর চরাচর পলকে বালকিয়ে । ঘোর তিমির ছায় গগন মেদিনী । ७३$