পাতা:গীতবিতান.djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকলে । দ্বিতীয় । সকলে । প্রথম । সকলে । কালমৃগয়া গুরু গুরু নীরদগরজনে স্তন্ধ আঁধার ঘুমাইছে । সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ ॥ প্রস্থান বনদেবীগণের প্রবেশ ঝম্ ঝম্ ঘন ঘন রে বরষে । গগনে ঘনঘটা, শিহুরে তরুলতা— ময়ুর ময়ুরী নাচিছে হরষে । দিশি দিশি সচকিত, দামিনী চমকিত— চমকি উঠিছে হরিণী তরাসে । আয় লো সজনী, সবে মিলে— ঝর ঝর বারিধারা, মৃত্যু মৃদু গুরু গুরু গর্জন— এ বরষা-দিনে হাতে হাতে ধরি ধরি গাব মোরা লতিকা-দোলায় দুলে। ফুটাব যতনে কেতকী কদম্ব অগণম— মাখাব বরন স্কুলে ফুলে। পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা— লতিকা বাধিব গাছে তুলে। বনেরে সাজায়ে দিব, গাথিব মুকুতাকণা, পল্লবামছকুলে। নচিব, সখী, সবে নবঘন-উৎসবে বিকচ বকুলতরু-মূলে ।