পাতা:গীতবিতান.djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালমৃগয়া ঋষিকুমারের প্রবেশ ঋষিকুমার। কী ঘোর নিশীথ, নীরব ধরা, বনদেবীগণ । ঋষিকুমার। বনদেবীগণ । পথ যে কোথায় দেখা নাহি যায়, জড়ায়ে যায় চরণে লতাপাত । যাই, ত্বরা ক’রে যেতে হবে সরযুতটিনীতীরে— কোথায় সে পথ । ওই কল কল রব— আহা, তৃষিত জনক মম, যাই তবে যাই ত্বরা । এই ধোর আঁধার, কোথা রে যাস! ফিরিয়ে যা, তরাসে প্রাণ র্কাপে । স্নেহের পুতুলি তুই, কোথা যাবি এক এ নিশীথে— কী জানি কী হবে, বনে হবি পথহারা। না, কোরো না মানা, যাব ত্বরা । পিতা আমার কাতর তৃষায়, যেতেছি তাই সরযূনদীতীরে। মানা না মানিলি, তবুও চলিলি— কী জানি কী ঘটে । অমঙ্গল হেন প্রাণে জাগে কেন— থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে। রাখরে কথা রাখ, বারি আনা থাকৃ— যা, ঘরে যা ছুটে । অয়ি দিগঙ্গনে, রেখে গো যতনে অভয় স্নেহছায়ায় । ৩২৩