পাতা:গীতবিতান.djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२8 , *. কালমৃগয়া ; অয়ি বিভাবী, রাখে বুকে ধরি ভয় অপহরি রাখে এ জনায়। এ যে শিশুমতি, বন ঘোর অতি— এ যে একেলা অসহায় | পঞ্চম দৃশ্য শিকারীগণের প্রবেশ বনে বনে সবে মিলে চলো হো ! চলো হো ! ছুটে আয়, শিকারে কে রে যাবি আয় । এমন রজনী বহে যায় রে । ধতুৰ্বাণ বল্লম লয়ে হাতে অায় অায় আয়, আয় রে । বাজা শিঙা ঘন ঘন— শব্দে কঁাপিবে বন, আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে, ছুটে যাবে কাননে কাননে, চারি দিক ঘিরে যাব পিছে পিছে । হো হো হো হেt: ॥ " দশরথের প্রবেশ শিকারীগণ । জয়তি জয় জয় রাজন, বন্দি তোমারে— কে আছে তোমা-সমান । ত্রিভুবন কাপে তোমার প্রতাপে, তোমারে করি প্রণাম ॥