* - \e\3<R . . . . अष । দশরথ । स्वच्छ् । কালমৃগয়া शृउ cप्ाश् लङ्घेन। श्ब्रिांशंनि
- প্রবেশ
এতক্ষণে বুঝি এলি রে! হৃদিমাঝে আয় রে, বাছা রে! কোথা ছিলি বনে এ ঘোর রাতে এ দুর্যোগে, অন্ধ পিতারে ভুলি। আছিযারানিশি হায় রে পথ চাহিয়ে, আছি তৃষায় কাতর— দে মুখে বারি। কাছে আয় রে । অজ্ঞানে করো হে ক্ষমা তাত, ধরি চরণে । কেমনে কহিব, শিহরি আতঙ্কে । আঁধারে সন্ধানি শর খরতর করীভ্রমে বধি তব পুত্রবর গ্ৰহদোষে পড়েছি পাপপঙ্কে । দশরথ-কর্তৃক ঋষির নিকটে ঋষিকুমারের মৃতদেহ স্থাপন কী বলিলে, কী শুনিলাম, এ কি কভু হয়! এই-যে জল আনিবারে গেল সে সরযুতীরে— কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়। স্বকুমার শিশু সে যে, মেহের বাছা রে— আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে! না না না, কোথা সে অাছে, এনে দে আমার কাছেসারা নিশি জেগে আছি, বিলম্ব না সয় । এখনো যে নিরুত্তর, নাহি প্ৰাণে ভয়! রে দুরাত্মা, কী করিলি—