পাতা:গীতবিতান.djvu/৭৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশরথ । অন্ধ । কালমৃগয়া وپا\S\S( অভিশাপ পুত্রবাসনজং দু:খং তেন্মম সাংগ্রতম্ এবং ত্বং পুত্ৰশোকেন রাজন কালং করিস্তুসি। ক্ষমা করো মোরে, তাত— আমি যে পাতকী ঘোর না জেনে হয়েছি দোষী, মার্জনা নাহি কি মোর ! সহে না যাতনা আর— শাস্তি পাইব কোথায় ! তুমি কৃপা না করিলে নাহি যে কোনো উপায়। আমি দীন হীন অতি— ক্ষম ক্ষম কাতরে, । প্ৰভু হে, কবৃহ ত্ৰাণ এ পাপের পাথারে। আহা, কেমনে বধিল তোরে ! তুই যে স্নেহের পুতলি, মুকুমার শিশু ওরে। বড়ো কি বেজেছে বুকে ! বাছা রে, কোলে আয়, কোলে আয় একবার— । ধুলাতে কেন লুটায়ে! রাখিব বুকে ক’রে। কিয়ৎক্ষণ স্তব্ধভাবে অবস্থান ও অবশেষে উঠিয় দাড়াইয়। দশরথের প্রতি শোক তাপ গেল দূরে, মার্জনা করিমু তোরে । পুত্রের প্রতি যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি— দুঃখ আঁধার যেথা কিছুই নাহি । জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে— কেবলই আনন্দস্রোত চলিছে প্রবাহি ।