পাতা:গীতবিতান.djvu/৭৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাল্মীকিপ্রতিভা
৬৩৭

ত্রিভুবনমাঝে আমরা সকলে কাহারে না করি ভয়—
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়।

বাল্মীকির প্রতি


প্রথম দস্যু।  এখন করব কী বল্। 
সকলে।  এখন করব কী বল্। 
প্রথম দস্যু।  হো রাজা, হাজির রয়েছে দল! 
সকলে।  বল্ রাজা, করব কী বল্ এখন করব কী বল্। 
প্রথম দস্যু।  পেলে  মুখেরই কথা, 
আনি  যমেরই মাথা।  করে দিই রসাতল!
সকলে।  করে দিই রসাতল! 
সকলে।  হো রাজা, হাজির রয়েছে দল। 
বল্ রাজা, করব কী বল্ এখন করব কী বল্।
বাল্মীকি।  শোন্ তোরা তবে শোন। 
অমানিশা আজিকে,  পূজা দেব কালীকে।
ত্বরা করি যা তবে,  সবে মিলি যা তোরা—
বলি নিয়ে আয়।

বাল্মীকির প্রস্থান


সকলে।  ত্রিভুবনমাঝে আমরা সকলে কাহারে না করি ভয়, 
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয়।



তবে আয় সবে আয়, তবে আয় সবে আয়—
তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ ঢাল্ ঢাল্!
দয়া মায়া কোন্ ছার, ছারখার হোক।
কে বা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ!
তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
তবে আন্ বরশা, আন্ আন্ দেখি ঢাল।
প্রথম দস্যু।  আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি ঢাল।