পাতা:গীতবিতান.djvu/৭৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬88
বাল্মীকিপ্রতিভা

প্রথম দস্যু।  দীন হীন এ অধম আমি, কিছুই জানি নে রাজা। 
এরাই তো যত বাধালে জঞ্জাল,
এত করে বোঝাই বোঝে না।
কী করি, দেখো বিচারি।
দ্বিতীয় দস্যু।  বাঃ— এও তো বড় মজা, বাহবা! 
যত কুয়ের গোড়া ওই তো, আরে বল্-না রে।
প্রথম দস্যু।  দুর দূর দূর, নির্লজ্জ, আর বকিস নে। 
বাল্মীকি।  তফাতে সব সরে যা।  এ পাপ আর না, 
আর না, আর না, ত্রাহি— সব ছাড়িনু।

দস্যুগণের প্রস্থান


বাল্মীকি।  আয়, মা, আমার সাথে, কোনো ভয় নাহি আর। 
কত দুঃখ পেলি বনে, আহা, মা আমার!
নয়নে ঝরিছে বারি, এ কি, মা, সহিতে পারি—
কোমল কাতর তনু কাঁপিতেছে বার বার।

প্রস্থান


চতুর্থ দৃশ্য


বনদেবীগণের প্রবেশ


রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ুর ময়ুরী নাচিছে হরষে।
দিশি দিশি সচকিত, দামিনী চমকিত,
চমকি উঠিছে হরিণী তরাসে।

প্রস্থান


বাল্মীকির প্রবেশ


কোথায় জুড়াতে আছে ঠাঁই—
কেন প্রাণ কেন কাঁদে রে।