পাতা:গীতবিতান.djvu/৭৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪৮
বাল্মীকিপ্রতিভা

দস্যুগণের প্রবেশ


দস্যুগণ।  সর্দারমশায় দেরি না সয়, 
তোমার আশায় সবাই বসে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধো কষে।
বনবাদাড় সব ঘেঁটেঘুটে
আমরা মরি খেটেখুটে,
তুমি কেবল লুটেপুটে
পেট পোরাবে ঠেসেঠুসে!
প্রথম দস্যু।  কাজ কি খেয়ে, তোফা আছি— 
আমায় কেউ না খেলেই বাঁচি।
শিকার করতে যায় কে মরতে—
ঢুঁসিয়ে দেবে বরা-মোষে।
ঢু খেয়ে তো পেট ভরে না—
সাধের পেটটি যাবে ফেঁসে।

হাসিতে হাসিতে প্রস্থান ও শিকারের


পশ্চাৎ পশ্চাৎ পুনঃপ্রবেশ



বাল্মীকির দ্রুত প্রবেশ


বাল্মীকি।  রাখ্ রাখ্, ফেল ধনু, ছাড়িস নে বাণ। 
হরিণশাবক দুটি  প্রাণভয়ে ধায় ছুটি,
চাহিতেছে ফিরে ফিরে করুণনয়ান।
কোনো দোষ করে নি তো, সুকুমার কলেবর—
কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর!
থাক্ থাক্ ওরে থাক্,  এ দারুণ খেলা রাখ্,
আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ।

প্রস্থান