পাতা:গীতবিতান.djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬০
মায়ার খেলা

মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণ রাগে।
প্রমদা।  ওলো,  রেখে দে, সখী, রেখে দে— 
মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা—
বুঝিতে পারি না ভাষা।
ফুলের বাঁধন, সাধের কাঁদন,
পরান সঁপিতে প্রাণের সাধন,
‘লহো লহো’ বলে পরে আরাধন—
পরের চরণে আশা।
তিলেক দরশ পরশ মাগিয়া
বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া
অশ্রুসাগরে ভাসা—
জীবনের সুখ খুঁজিবারে গিয়া
জীবনের সুখ নাশা।
মায়াকুমারীগণ।  প্রেমের ফাঁদ পাতা ভুবনে— 
কে কোথা ধরা পড়ে  কে জানে।
গরব সব হায়  কখন টুটে যায়,
সলিল বহে যায়  নয়নে।

কুমারের প্রবেশ


প্রমদার প্রতি


কুমার। যেয়ো না, যেয়ো না ফিরে— 
দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে।
চঞ্চলসমীরসম ফিরিছ কেন
কুসুমে কুসুমে কাননে কাননে।
তোমায়  ধরিতে চাহি, ধরিতে পারি নে—