পাতা:গীতবিতান.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৭২
মায়ার খেলা

সংসাবাহিরে থাকি জানি নে কী ঘটে সংসারে।
কে জানে হেথায়  প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না পায়,  জানি নে—
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা-হৃদয়-দ্বারে।
তোমার সকলি ভালোবাসি— ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি—
কোথায় তোমার সীমা ভুবনমাঝারে।
সখীগণ।  তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা। 
দ্বিতীয়া।  কে জানিতে চায় তুমি ভালোবাস কি ভালোবাস না। 
প্রথমা।  হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন, 
হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
সকলে।  এসেছ কি ভেঙে দিতে খেলা— 
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা—
দ্বিতীয়া।  আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও। 
প্রথমা।  জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও। 
তৃতীয়া।  দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা। 
অমর। তবে সুখে থাকো সুখে থাকো— আমি যাই— যাই। 
প্রমদা।  সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই। 
সখীগণ।  অধীরা হয় না, সখী, 
আশ  মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।
অমর।  ছিলাম একেলা সেই আপন ভুবনে, 
এসেছি এ কোথায়।
হেথাকার পথ জানি নে— ফিরে যাই।
যদি সেই বিরামভবন ফিরে পাই।