পাতা:গীতবিতান.djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৭৪
মায়ার খেলা

ভুবন ভ্রমিলে তুমি,  সে এখনো বসে আছে।
ছিল না প্রেমের আলো,  চিনিতে পার নি ভালো,
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
শান্তা।  দেখো, সখা, ভুল করে  ভালোবেসো না। 
আমি ভালোবাসি ব’লে  কাছে এসো না।
তুমি যাহে সুখী হও  তাই করো সখা,
আমি সুখী হব ব’লে  যেন হেসো না।
আপন বিরহ লয়ে  আছি আমি ভালো—
কী হবে চির আঁধারে নিমেষের আলো!
আশা ছেড়ে ভেসে যাই,  যা হবার হবে তাই—
আমার অদৃষ্টস্রোতে  তুমি ভেসো না।
অমর। ভুল করেছিনু, ভুল ভেঙেছে। 
এবার  জেগেছি, জেনেছি—
এবার আর  ভুল নয়, ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে।
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে—
এ তো  ফুল নয়, ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার—
এ তো  কূল নয়, কূল নয়।

প্রমদার সখীগণের প্রবেশ


দূর হইতে


সখীগণ।  অলি  বার বার ফিরে যায়, 
অলি  বার বার ফিরে আসে—