পাতা:গীতবিতান.djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়ার খেলা
৬৭৭

ছিল তিথি অনুকুল,  শুধু নিমেষের ভুল—
চিরদিন তৃষাকুল  পরান জ্বলে।
এখন ফিরাবে তারে  কিসের ছলে গো।

সপ্তম দৃশ্য


কানন


অমর শান্তা অন্যান্য পুরনারী ও পৌরজন


স্ত্রীগণ।  এস’ এস’, বসন্ত, ধরাতলে। 
আন’ কুহুকুহু কুহুতান, প্রেমগান,
আন’ গন্ধমদভরে অলস সমীরণ।
আন’ নবযৌবনহিল্লোল, নব প্রাণ,
প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।
পুরুষগণ।  এস’ থরথরকম্পিত মর্মরমুখরিত 
নবপল্লবপুলকিত
ফুল-আকুল-মালতিবল্লি-বিতানে-
সুখছায়ে মধুর এস’ এস’।
এস’ অরুণচরণ কমলবরণ
তরুণ উষার কোলে।
এস জ্যোৎস্নাবিবস নিশীথে,
কলকল্লোল-তটিনী-তীরে—
সুখসুপ্ত সরসীনীরে এস’ এস’।
স্ত্রীগণ। এস’ যৌবনকাতর হৃদয়ে, 
এস’ মিলনসুখালস নয়নে,
এস’ মধুর শরমমাঝারে,
দাও বাহুতে বাহ বাঁধি,
নবীন কুসুমপাশে রচি দাও নবীন মিলনবাঁধন।