পাতা:গীতবিতান.djvu/৮১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮৬
চিত্রাঙ্গদা

বীর-হাতে মৃত্যুর গৌরব
করি যেন অনুভব—
অর্জুন!  তুমি অর্জুন।



হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের,
এল দেবতা তোর জগতের,
গেল চলি,
গেল তোরে গেল ছলি—
অর্জুন!  তুমি অর্জুন।
সখীগণ।  বেলা  যায় বহিয়া,  দাও কহিয়া 
কোন্ বনে যাব শিকারে।
কাজল মেঘে  সজল বায়ে
হরিণ ছুটে বেণুবনচ্ছায়ে।
চিত্রাঙ্গদা।  থাক্ থাক্, মিছে কেন এই খেলা আর। 
জীবনে হল বিতৃষ্ণা, আপনার ’পরে ধিক্কার।

আত্ম-উদ্দীপনার গান


ওরে  ঝড় নেমে আয়,  আয়,  আয় রে আমার
শুকনো পাতার ডালে
এই বরষায় নবশ্যামের আগমনের কালে।
যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,
চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা—
যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে।
আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে সিক্ত বুকের ’পরে।
নদীর জলে বান ডেকেছে, কূল গেল তার ভেসে—
যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে—
পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে।