পাতা:গীতবিতান.djvu/৮১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রাঙ্গদা
৬৮৯

হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি—
বসন্তে হোক দৈন্যবিমোচন  নবলাবণ্যধনে।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক  পল্লব-আবরণে।
সখীগণ।  বাজুক প্রেমের মায়ামন্ত্রে 
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক
হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক্ সম্মান  বাঞ্ছিতসম্মিলনে।

সকলের প্রস্থান



অর্জুনের প্রবেশ ও ধ্যানে উপবেশন


তাঁকে প্রদক্ষিণ ক’রে চিত্রাঙ্গদার নৃত্য


চিত্রাঙ্গদা।  আমি  তোমারে করিব নিবেদন 
আমার হৃদয় প্রাণ মন।
অর্জুন।  ক্ষমা করো আমায়— আমায়— 
বরণযোগ্য নহি বরাঙ্গনে— ব্রহ্মচারী ব্রতধারী।

প্রস্থান


চিত্রাঙ্গদা।  হায় হায়, নারীরে করেছি ব্যর্থ 
দীর্ঘকাল জীবনে আমার।
ধিক্ ধনুঃশর!
ধিক্ বাহবল!
মুহূর্তের অশ্রুবন্যাবেগে
ভাসায়ে দিল যে মোর পৌরুষসাধনা।
অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে
বসন্তেরে করিল ব্যাকুল।