পাতা:গীতবিতান.djvu/৮১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৯০
চিত্রাঙ্গদা

রোদন-ভরা এ বসন্ত,  সখী,
কখনো আসে নি বুঝি আগে।
মোর  বিরহবেদনা রাঙালো  কিংশুকরক্তিমিরাগে
সখীগণ। তোমার  বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা, 
কখন বাদল আনে আষাঢ়ের পালা।
হায় হায় হায়!
চিত্রাঙ্গদা। কুঞ্জদ্বারে বনমল্লিকা 
সেজেছে পরিয়া নব পত্রালিকা,
সারা দিন-রজনী অনিমিখা
কার পথ চেয়ে জাগে।
সখীগণ। কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল, 
সহসা ঝরনা নামিল অশ্রুঢালা।
হায় হায় হায়!
চিত্রাঙ্গদা। দক্ষিণসমীরে দূর গগনে 
একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত
আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
সখীগণ। মৃগয়া করিতে বাহির হল যে বনে 
মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা।
হায় হায় হায়!
চিত্রাঙ্গদা। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে 
ব্যাকুল কর হানি বারে বারে,
দেওয়া হল না যে আপনারে
এই ব্যথা মনে লাগে।
সখীগণ। যে ছিল আপন শক্তির অভিমানে 
কার পায়ে আনে হার মানিবার ডালা।
হায় হায় হায়।
একজন সখী। ব্রহ্মচর্য!— পুরুষের স্পর্ধা এ যে!