পাতা:গীতবিতান.djvu/৮১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রাঙ্গদা
৬৯৩

মণিপুররাজকন্যা
কান্তহৃদয়বিজয়ে হবে ধন্যা।


নূতনরূপপ্রাপ্ত চিত্রাঙ্গদা


চিত্রাঙ্গদা। এ কী দেখি! 
এ কে এল মোর দেহে
পূর্ব-ইতিহাস-হারা!
আমি কোন্ গত জনমের স্বপ্ন!
বিশ্বের অপরিচিত আমি!
আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা—
আমি শুধু এক রাত্রে ফোটা
অরণ্যের পিতৃমাতৃহীন ফুল—
এক প্রভাতের শুধু পরমায়ু,
তার পরে ধূলিশয্যা,
তার পরে ধরণীর চির-অবহেলা।

সরোবর তীরে


আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, বাজায় বাঁশি।
আনন্দে বিষাদে মন উদাসী
পুষ্পবিকাশের সুরে  দেহ মন উঠে পূরে,
কী মাধুরীসুগন্ধ  বাতাসে যায় ভাসি।
সহসা মনে জাগে আশা,
মোর  আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
আজ মম রূপে বেশে  লিপি লিখি কার উদ্দেশে,
এল  মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি।