পাতা:গীতবিতান.djvu/৮২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০২
চিত্রাঙ্গদা

সহসা মন্ত্রবলে
নমনীয় এই কমনীয়তারে
যদি আমাদের সখী একেবারে
পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে,
সবে না সবে না সে নৈরাশ্য—
ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি, সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ—
হানিবে নিঠুর বাণ।
অর্জুন।  যদি মিলে দেখা তবে তারি সাথে 
ছুটে যাব আমি আর্তত্রাণে।
ভোগের আবেশ হতে
ঝাঁপ দিব যুদ্ধস্রোতে।
আজি মোর চঞ্চল রক্তের মাঝে
ঝন নন ঝন নন ঝঞ্ঝনা বাজে— বাজে— বাজে।
চিত্রাঙ্গদা রাজকুমারী
একাধারে মিলিত পুরুষ নারী।
চিত্রাঙ্গদা।  ভাগ্যবতী সে যে, 
এত দিনে তার আহ্বান  এল তব বীরের প্রাণে।
আজ অমাবস্যার রাতি  হোক অবসান।
কাল শুভ শুভ্র প্রাতে  দর্শন মিলিবে তার,
মিথ্যায় আবৃত নারী  ঘুচাবে মায়া-অবগুণ্ঠন।

অর্জুনের প্রতি


সখী।  রমণীর মন-ভোলাবার ছলাকলা 
দূর ক’রে দিয়ে উঠিয়া দাঁড়াক নারী
সরল উন্নত বীর্যবন্ত অন্তরের বলে
পর্বতের তেজস্বী তরুণ তরু সম—
যেন সে সম্মান পায় পুরুষের।