পাতা:গীতবিতান.djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭১৬
চণ্ডালিকা

দ্বিতীয় দৃশ্য


অর্ঘ্য নিয়ে বৌদ্ধনারীদের মন্দিরে গমন


বৌদ্ধনারীগণ।  বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে 
বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।
পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত,
পুষ্পমাল্য করি তাঁর চরণ বন্দিত।

প্রস্থান


প্রকৃতি।  ফুল বলে, ধন্য আমি, ধন্য আমি মাটির প’রে। 
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে।
জন্ম নিয়েছি ধূলিতে
দয়া করে দাও ভুলিতে, দাও ভুলিতে, দাও ভুলিতে—
নাই ধূলি মোর অন্তরে—
নাই  নাই ধূলি মোর অন্তরে।
নয়ন তোমার নত করো,
দলগুলি কাঁপে থরোথরো  থরোথরো।
চরণপরশ দিয়ো দিয়ো,
ধূলির ধনকে করো স্বর্গীয়— দিয়ো দিয়ো দিয়ো—
ধরার প্রণাম আমি তোমার তরে।
মা।  তুই অবাক করে দিলি আমার মেয়ে। 
পুরাণে শুনি না কি তপ করেছেন উমা
রোদে জ্বলনে—
তোর কি হল তাই।
প্রকৃতি।  হাঁ মা, আমি বসেছি তপের আসনে। 
মা।  তোর সাধনা কাহার জন্যে। 
প্রকৃতি।  যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক, 
বচনহারা আমাকে দিয়েছে বাক্।