পাতা:গীতবিতান.djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭১৮
চণ্ডালিকা

ছি ছি মা, মিথ্যা নিন্দা ঘটাস নে নিজের,
সে-যে পাপ।
বাজার বংশে দাসী জন্মায় অসংখ্য,
আমি সে দাসী নই।
দ্বিজের বংশে চণ্ডাল কত আছে,
আমি নই চণ্ডালী।
মা।  কী কথা বলিস তুই, আমি যে তোর ভাষা বুঝি নে। 
তোর মুখে কে দিল এমন বাণী।
স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে
তোর গতজন্মের সাথি।
আমি যে তোর ভাষা বুঝি নে।
প্রকৃতি।  এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। 
সেদিন বাজল দুপুরের ঘণ্টা,  ঝাঁ ঝাঁ করে রোদ্‌দুর,
স্নান করাতেছিলেম কুয়েতলায় মা-মরা বাছুরটিকে।
সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার—
বললেন, ‘জল দাও, জল দাও, জল দাও।’
শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ—
বল্ দেখি মা,
সারা নগরে কি কোথাও নেই জল!
কেন এলেন আমার কুয়োর ধারে,
আমাকে দিলেন সহসা
মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান।



বলে  দাও জল, দাও জল, দাও দল।
দেব আমি কে দিয়েছে হেন সম্বল।
বলে  দাও জল।
কালো মেঘ-পানে চেয়ে
এল ধেয়ে