পাতা:গীতবিতান.djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডালিকা
৭২৩

আমার দোষকে তোমার পুণ্য
করবে তো কলঙ্কশূন্য গো—
ক্ষমায় গেঁথে সকল ত্রুটি গলায় তোমার পরো।
মা।  কী অসীম সাহস তোর মেয়ে। 
প্রকৃতি।  আমার সাহস! 
তাঁর সাহসের নাই তুলনা।
কেউ যে কথা বলতে পারে নি।
তিনি বলে দিলেন কত সহজে—
জল দাও, জল দাও, জল দাও।
ওই একটু বাণী তার দীপ্তি কত—
আলো করে দিল আমার সারা জন্ম—
তার দীপ্তি কত!
বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,
সেটাকে ঠেলে দিল—
উথলি উঠল রসের ধারা।
মা।  ওরা কে যায় পীতবসন-পরা সন্ন্যাসী। 

বৌদ্ধ ভিক্ষুর দল


ভিক্ষুগণ। নমোনমো বুদ্ধদিবাকরায়। 
নমো নমো গোতমচন্দিমায়।
নমো নমোনন্তগুণণ্ণবায়।
নমো নমো সাকিয়নন্দনায়।
প্রকৃতি।  মা, ওই-যে তিনি চলেছেন সবার আগে আগে! 
ওই-যে তিনি চলেছেন।
ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না—
তাঁর নিজের হাতের এই নূতন সৃষ্টিরে,
আর দেখিলেন না চেয়ে।
এই মাটি, এই মাটি, এই মাটি তোর আপন রে!