পাতা:গীতবিতান.djvu/৮৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৩২
চণ্ডালিকা

আনন্দ। কল্যাণ হোক তব কল্যাণী। 

সকলে বুদ্ধকে প্রণাম


সকলে। বুদ্ধো সুসুদ্ধো করুণামহাণ্ণবো 
যোচ্চন্ত সুদ্ধব্বরঞাণলোচনো
লোকস্‌স পাপূপকিলেসঘাতকো
বন্দামি বুদ্ধং অহমাদরেণ তং।