পাতা:গীতবিতান.djvu/৮৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪২
শ্যামা

আমি একা অপরাধী।
কোটাল।  তুমিই করেছ তবে চুরি? 
উত্তীয়। এই দেখো রাজ-অঙ্গুরী— 
রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি,
সেই পরিতাপে আমি কাঁদি।


উত্তীয়কে লইয়া প্রহরীর প্রস্থান


সখী।  বুক যে ফেটে যায়  হায় হায় রে। 
তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে
মৃত্যুপিপাসিনীর পায় রে  ওরে সখা।
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি  কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে  ওরে সখা।

প্রস্থান


কারাগারে উত্তীয়। প্রহরীর প্রবেশ


প্রহরী। নাম লহো দেবতার।  দেরি তব নাই আর— 
দেরি তব নাই আর।
ওরে পাষণ্ড,  লহো চরম দণ্ড।  তোর
অন্ত যে নাই আম্পর্ধার।

শ্যামার দ্রুত প্রবেশ


শ্যামা।  থাম্ রে,  থাম্ রে তোরা,  ছেড়ে দে, ছেড়ে দে— 
দোষী ও-যে নয় নয়,  মিথ্যা, মিথ্যা সবই—
আমারি ছলনা ও যে—
বেঁধে নিয়ে যা মোরে রাজার চরণে
প্রহরী।  চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী— 
বাধা  দিয়ো না, বাধা দিয়ো না।

দুই হাতে মুখ ঢেকে শ্যামার প্রস্থান


প্রহরীর উত্তীয়কে হত্যা