পাতা:গীতবিতান.djvu/৮৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী  কানন ছাওল রে।
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম  হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব  দূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ,  মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ-’পর বোলই কুহুকুহু  অহরহ কোকিলকুল।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব  ঢলঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে  গায় রভসরসগান!
বসন্তভূষণভূষিত ত্রিভুবন  কহিছে— দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,  হৃদিবসন্ত সো মাধা!
ভানু কহে— অতি গহন রয়ন অব,  বসন্তসমীরশ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল  ফুল্লবাসনা-বাসে।

শুন লো শুন লো বালিকা,    রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফের সখি, শ্যামচন্দ্র নাহি রে।
দুলই কুসুমমুঞ্জরি,    ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে।
শশিসনাথ যামিনী,    বিরহবিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া   সখিকরে কর আপিয়া—
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।
মৃদু সমীর সঞ্চলে    হরয়ি শিথিল অঞ্চলে
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।
কুঞ্জ-পানে হেরিয়া    অশ্রুবারি ডারিয়া
ভানু গায়— শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে।

৭৫৩