পাতা:গীতবিতান.djvu/৮৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৪
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,  কণ্ঠে শুখাওল মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী,  নহি নহি আওল কালা।
বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব,  বিফল এ পীরিতি লেহা।
বিফল রে এ মঝু জীবন যৌবন,  বিফল রে এ মঝু দেহা।
চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল— চল সখি, চল গৃহকাজে।
মালতিমালা রাখহ বালা— ছি ছি সখি, মরু মরু লাজে।
সখি লো, দারুণ আধিভরাতুর  এ তরুণ যৌবন মোর।
সখি লো, দারুণ প্রণয়হলাহল  জীবন করল অঘোর
তৃষিত প্রাণ মম দিবসযামিনী  শ্যামক দরশন-আশে।
আকুল জীবন থেহ ন মানে,  অহরহ জ্বলত হুতাশে।
সজনি, সত্য কহি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম  সদা ডর লাগয় মোয়।
হিয়ে হিয়ে অব রাখত মাধব,  সো দিন আসব সখি রে—
বাত ন বোলবে, বদন ন হেরবে!  মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর বালা  ভানু নিবেদয় চরণে—
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,  নহি টুটে জীবনমরণে।

শ্যাম রে, নিপট কঠিন মন তোর।
বিরহ সাথি করি দুঃখিনী রাধা  রজনী করত হি ভোর।
একলি নিরল বিরল-’পর বৈঠত,  নিরখত যমুনা-পানে—
বরখত অশ্রু, বচন নহি নিকসত,  পরান থেহ ন মানে।
গহনতিমির নিশি, ঝিল্লিমুখর দিশি’  শূন্য কদমতরুমূলে
ভূমিশয়ন-’পর আকুলকুন্তল  রোদই আপন ভুলে।
মুগুধ মৃগীসম চমকি উঠই কভু  পরিহরি সব গৃহকাজে,
চাহি শূন্য-’পর কহে করুণস্বর— বাজে বাঁশরি বাজে।