পাতা:গীতবিতান.djvu/৮৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৬
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

লয়ি গলি সাথ বয়ানক হাস রে,  লয়ি গলি নয়ন-আনন্দ!
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন,  কঁহি তব ও মুখচন্দ!
ইথি ছিল আকুল গোপনয়নজল,  কথি ছিল ও তব হাসি!
ইথি ছিল নীরব বংশীবটতট,  কথি ছিল ও তব বাঁশি!
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ  ক্ষণে ভেল অবসান।
লেশ হাসি তুঝ দূর করল রে,  বিপুল খেদ-অভিমান।
ধন্য ধন্য রে, ভানু গাহিছে,  প্রেমক নাহিক ওর।
হরখে পুলকিত জগত-চরাচর  দুঁহুঁক প্রেমরস-ভোর।

শুন, সখি, বাজই বাঁশি।
শশিকরবিহ্বল নিখিল শূন্যতল  এক হরষরসরাশি।
দক্ষিণপবনবিচঞ্চল তরুগণ,  চঞ্চল যমুনবারি।
কুসুমসুবাস উদাস ভইল সখি  উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিতগতি,  শরম ভরম গয়ি দূর।
নয়ন বারিভর, গরগর অন্তর,  হৃদয় পুলকপরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,  সো কি হমারি শ্যাম।
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি  সো কি হমারি নাম।
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম,  দেবত করনু ধেয়ান—
তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম— শ্যাম পরানক প্রাণ।
শুনত শুনত তব্ মোহন বাঁশি  জপত জপত তব্ নামে
সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব  চাঁদ-উজল যমুনামে!
চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি— ধরহ সখীজন-হাত।
নীদমগন মহী, ভয় ভর কছু নহি,  ভানু চলে তব সাথ।

গহন কুসুমকুঞ্জ-মাঝে  মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে  সজনি, আও আও লো।