পাতা:গীতবিতান.djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬০
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

১৩

বাদরবরখন, নীরদগরজন,  বিজুলীচমকন ঘোর,
উপেখই কৈছে আও তু কুঞ্জে  নিতিনিতি মাধব মোর।
ঘন ঘন চপলা চমকয় যব পহু,  বজরপাত যব হোয়,
তুঁহুক বাত তব সমরয়ি প্রিয়তম,  ডর অতি লাগত মোয়।
অঙ্গবসন তব ভীঁখত মাধব,  ঘন ঘন বরখত মেহ,
ক্ষুদ্র বালি হম, হমকো লাগয়  কাহ উপেখবি দেহ।
বইস বইস, পহু, কুসুমশয়ন-’পর  পদযুগ দেহ পসারি।
সিক্ত চরণ-তব মোছব যতনে  কুন্তলভার উঘারি।
শ্রান্ত অঙ্গ তব হে ব্রজসুন্দর,  রাখ বক্ষ-’পর মোর।
তনু তব ঘেরব পুলকিত পরশে  বাহুমৃণালক ডোর।
ভানু কহে, বৃকভানুনন্দিনী,  প্রেমসিন্ধু মম কালা
তোঁহার লাগয় প্রেমক লাগয়  সব কছু সহবে জ্বালা।

১৪

সখি রে, পিরীত বুঝবে কে!
আঁধার হৃদয়ক দুঃখকাহিনী  বোলব, শুনবে কে।
রাধিকার অতি অন্তরবেদন  কে বুঝবে অয়ি সজনী।
কে বুঝবে, সখি, রোয়ত রাধা  কোন দুখে দিনরজনী।
কলঙ্ক রটায়ব জনি, সখি, রটাও—  কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক  একঠো আদরবাণী।
মিনতি করি লো সখি, শত শত বার, তু  শ্যামক না দিহ গারি
শীল মান কুল অপনি, সজনি, হম  চরণে দেয়নু ডারি।
সখি লো,  বৃন্দাবনকো দুরুজন মানুখ  পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত  হমার শ্যামক নামে।
কলঙ্কিনী হম রাধা, সখি লো,  ঘৃণা করহ জনি মনমে।
ন আসিও তব্ কবহুঁ, সজনি লো,  হমার আঁধা ভবনমে।
কহে ভানু অব, বুঝবে না, সখি,  কোহি মরমকো বাত—
বিরলে শ্যামক কহিও বেদন  বক্ষে রাখয়ি মাথ।