পাতা:গীতবিতান.djvu/৮৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭৬৩

অব সো মথুরাপুরক পন্থমে  ইঁহ যব রোয়ত রাধা।
মরমে কি লাগল তিলভর বেদন,  চরণে কি তিলভর বাধা।
বরখি আঁখিজল ভানু কহে, অতি  দুখের জীবন ভাই।
হাসিবার তর সঙ্গ মিলে বহু  কাঁদিবার কো নাই।

১৮

বার বার, সখি, বারণ করনু  ন যাও মথুরাধাম
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি  করত হমারই শ্যাম।
ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্,  লইলি কাহারই নাম।
বোল ত সজনি, মথুরা-অধিপতি  সো কি হমারই শ্যাম।
ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,  রাজ্যমানকো হোয়।
নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,  নিচয় কহনু ময় তোয়।
যব তুঁহু ঠারবি সো নব নরপতি  জনি রে করে অবমান—
ছিন্নকুসুমসম ঝরব ধরা-’পর,  পলকে খোয়ব প্রাণ।
বিসরল বিসরল সো সব বিসরল  বৃন্দাবনসুখসঙ্গ—
নব নগরে, সখি, নবীন নাগর—  উপজল নব নব রঙ্গ।
ভানু কহত, অয়ি বিরহকাতরা,  মনমে বাঁধহ থেহ—
মুগুধা বালা, বুঝই বুঝলি না  হমার শ্যামক লেহ।

১৯

হম যব না রব, সজনী,
নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে  আসবে নির্মল রজনী—
মিলনপিপাসিত আসবে যব, সখি,  শ্যাম হমারি আশে,
ফুকাবে যব ‘রাধা রাধা’  মুরলি উরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই  যব হম আওব না,
যব সব গোপিনী জাগবে চমকই  যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে  হেরবে আকুল শ্যাম।
বন বন ফেরই সো কি ফুকারবে  ‘রাধা রাধা’ নাম।
না যমুনা, সো এক শ্যাম মম,  শ্যামক শত শত নারী—
হম যব যাওব শত শত রাধা  চরণে রহবে তারি।