পাতা:গীতবিতান.djvu/৮৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৭০
নাট্যগীতি

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে।
মনে আছে ছেলেবেলা  কত যে খেলেছি খেলা,
কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে।
ছিনু সুখে যতদিন   দুজনে বিরহহীন
তথন কি জানিতাম ভালোবাসি তোরে!
অবশেষে এ কপাল ভাঙিল যখন,
ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
লইয়া দলিত মন হই প্রবাসী—
তখন জানিনু, সখী, কত ভালোবাসি।

নাচ্ শ্যামা, তালে তালে।
রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর,  মৃদু মৃদু মধু উঠে গীতসুর,
বলয়ে বলয়ে বাজে ঝিনি ঝিনি,  তালে তালে উঠে করতালিধ্বনি—
নাচ্ শ্যামা, নাচ্ তবে।
নিরালয় তোর বনের মাঝে  সেথা কি এমন নূপুর বাজে!
এমন মধুর গান?  এমন মধুর তান?
কমলকরের করতালি হেন  দেখিতে পেতিস কবে?—
নাচ্ শ্যামা, নাচ্ তবে।

বিপাশার তীরে ভ্রমিবারে যাই,  প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে  একটি মধুর মুখ।
চারি দিকে তার ফুটে আছে ফুল—  কেহ বা হেলিয়া পরশিছে চুল,
দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া,  দুয়েকটি আছে কপোল সুইয়া,
কেহ বা এলায়ে চেতনা হারায়ে  চুমিয়া আছে চিবুক।
বসন্তপ্রভাতে লতার মাঝারে  মুখানি মধুর অতি—
অধর-দুটির শাসন টুটিয়া  রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া,
দুটি আঁখি-’পরে মেলিছে মিশিছে  তরল চপল জ্যোতি।