পাতা:গীতবিতান.djvu/৮৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভগ্ন হৃদয়
৭৭১

খেলা কর্, খেলা কর্  তোরা  কামিনীকুসুমগুলি।
দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া  কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার,  দুইটি কপোল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি।
তোর খেলা কর্, তোরা খেলা কর্  কামিনীকুসুমগুলি।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ,  কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্  বায়ু-কোলে দুলি দুলি।
দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ  ত্যজিবি ভাবনা ভুলি।

১০

আঁধার শাখা উজল করি  হরিত-পাতা-ঘোমটা পরি
বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া।
শোনাতে তোরে মনের ব্যথা  শুনিতে তোর মনের কথা
পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া।
মলয় তব প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি।
শিয়রে তোর বসিয়া থাকি  মধুর স্বরে বনের পাখি
লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি।

১১

সখী,  ভাবনা কাহারে বলে। সখী,  যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী  ‘ভালোবাসা ভালোবাসা’—
সখী,  ভালোবাসা কারে কয়!  সে কি  কেবলই যাতনাময়।
সে কি  কেবলই চোখের জল?  সে কি  কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে  কী সুখেরই তরে  এমন দুখের আশ।