পাতা:গীতবিতান.djvu/৮৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৭২
নাট্যগীতি

আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,  সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো।
তারা  কেবলই হাসে, কেবলই গায়,  হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,  না জানে সাধের যাতনা যত।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,  জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে  আকাশের তারা তেয়াগে কায়।
আমার মতন সুখী কে আছে।  আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান  শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল  একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া  সকলে মিলিয়া গাহিব মোরা।

১২

কাছে তার যাই যদি   কত যেন পায় নিধি,
তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না।
কখনো বা মৃদু হেসে   আদর করিতে এসে
সহসা শরমে বাধে, মন উঠে উঠে না।
রোষের ছলনা করি  দূরে যাই, চাই ফিরি—
চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না।
কাতর নিশ্বাস ফেলি   আকুল নয়ন মেলি
চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি   মুখপানে মেলি আঁখি
চাহি থাকে, দেখি দেখি সাধ যেন মিটে না।
সহসা উঠিলে জাগি   তখন কিসের লাগি
শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না।
লাজময়ী, তোর চেয়ে   দেখি নি লাজুক মেয়ে,
প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না।