পাতা:গীতবিতান.djvu/৮৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভগ্নহৃদয়
৭৭৩

১৩

যে ভালোবাসুক সে ভালোবাসুক  সজনি লো, আমরা কে!
দীনহীন এই হৃদয় মোদের  কাছেও কি কেহ ডাকে।
তবে কেন বলো ভেবে মরি মোরা  কে কাহারে ভালোবাসে!
আমাদের কিবা আসে যায় বলো  কেবা কাঁদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না,  তবে মনখানি লুকানো থাক—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্।
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া  পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে  নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক,  প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্—
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া  হরষে প্রমোদে মাতিয়া থাক্।

১৪

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—
যেন এত সুখ হৃদে ধরে না গো আর।
তোমার চরণে দিনু প্রেম-উপহার—
না যদি চাও গো দিতে প্রতিদান তার
নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,
হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার।

১৫

কিছুই তো হল না।
সেই সব— সেই সব— সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা।
কিছুতে মনের মাঝে শাস্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই।
ভালো তো গো বাসিলাম,  ভালোবাসা পাইলাম,
এখনো তো ভালোবাসি—  তবুও কী নাই।