পাতা:গীতবিতান.djvu/৯০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮২
নাট্যগীতি

এসে সখী, এসো হেথা বসি বিজনে
আঁখি ভরিয়ে হেরি  হাসিমুখানি।
সাজাব সখীরে সাধ মিটায়ে,
ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।
গগনে হাসিবে বিধু,  গাহিব মৃদু মৃদু—
কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী।

৪২

ও কী কথা বল সখী,  ছি ছি,  ও কথা মনে এনো না।
আজি সুখের দিনে জগত হাসিছে,
হেরো লো দশ দিশি  হরষে ভাসিছে—
আজি ও ম্লান মুখ  প্রাণে যে সহে না।
সুখের দিনে, সখী,  কেন ও ভাবনা।

৪৩

মধুর মিলন।
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন।
মরমর মৃদু বাণী মরমর মরমে,
কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন।
তারাগুলি চেয়ে আছে,  কুসুম গাছে গাছে—
বাতাস চুপিচুপি  ফিরিছে কাছে কাছে।
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
সখীরা নেহারিছে দোঁহার আনন—
হেসে আকুল হল বকুলকানন,  আ মরি মরি।

৪৪

মা, একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন।
আঁধার ক’রে কোথায় যাবি শূন্যভবন।