পাতা:গীতবিতান.djvu/৯১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮৪
নাট্যগীতি

৪৮

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—
ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা।
ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী,   দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা।
গুণিরসিকসেবিত উদার তব দ্বারে  মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।

৪৯

ঝর ঝর বক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।
ধরণী  রাঙা হল রক্তে নেয়ে।
ডাকিনী  নৃত্য করে  প্রসাদ  -রক্ত-তরে—
তৃষিত  ভক্ত তোমার আছে চেয়ে।

৫০

উলঙ্গিনী নাচে রণরঙ্গে।  আমরা  নৃত্য করি সঙ্গে।
দশ দিক  আঁধার ক’রে  মাতিল দিক্-বসনা,
জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা—
দেখে মরিবারে ধাইছে পতঙ্গে।
কালো কেশ  উড়িল আকাশে,
রবি সোম  লুকালো তরাসে।
রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে—
ত্রিভুবন  কাঁপে ভুরুভঙ্গে।

৫১

থাকতে আর তো পারলি নে মা,  পারলি কই।
কোলের সন্তানেরে ছাড়লি কই।
দোষী আছি অনেক দোষে,  ছিলি বসে ক্ষণিক রোষে—
মুখ তো ফিরালি শেষে।  অভয় চরণ কাড়লি কই।