পাতা:গীতবিতান.djvu/৯১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কল্পনা
৭৮৭

যৌবনসমুদ্রমাঝে  কোন্ পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে  তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে  কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে  কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে  শতলক্ষবার।

কুসুমের মতো শ্বসি  পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-’পরে
গোপন শিশিরছলে  বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক’রে।
নিঃশব্দ সৌরভরাশি  পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি  নিভৃত অন্তরে।
পরশপুলকে ভোর  চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর  সর্বাঙ্গে সঞ্চরে।

৫৬

আজি উন্মাদ মধুনিশি ওগো  চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে  কী দেখিছ একা বসি
চৈত্রনিশীথশশী।

কত নদীতীরে কত মন্দিরে  কত বাতায়নতলে
কত কানাকানি, মন-জানাজানি  সাধাসাধি কত ছলে।
শাখা-প্রশাখার দ্বার-জানালার  আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক  দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী।

মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি,  শূন্যভবনছাদে।
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি  চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী।