পাতা:গীতবিতান.djvu/৯২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিরকুমার-সভা
৭৯৩

একটি ছটাক সোডার জলে
পাকী তিন পোয়া হুইস্কি।

৬৪

কত কাল রবে বল’ ভারত রে
শুধু  ডাল ভাত জল পথ্য করে।
দেশে  অন্নজলের হল ঘোর অনটন—
ধর’  হুইস্কি-সোডা আর মুর্গি-মটন।
যাও  ঠাকুর চৈতন-চুট্‌কি নিয়া—
এস’  দাড়ি নাড়ি কলিমদ্দি মিয়া।

৬৫

কী জানি কী ভেবেছ মনে
খুলে বলো ললনে।
কী কথা হায় ভেসে যায়
ওই  ছলোছলো দুটি নয়নে।

৬৬

পাছে  চেয়ে বসে আমার মন,
আমি  তাই ভয়ে ভয়ে থাকি।
পাছে  চোখে চোখে পড়ে বাঁধা,
আমি  তাই তো তুলি নে আঁখি।

৬৭

বড়ো থাকি কাছাকাছি,
তাই  ভয়ে ভয়ে আছি।
নয়ন বচন কোথায় কখন।
বাজিলে বাঁচি না-বাঁচি।