পাতা:গীতবিতান.djvu/৯২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গীতোৎসব - শারদোৎসব
৭৯৭

চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
চুম্বনধনবঞ্চিনী  দুরূহগৰ্বমঞ্চিনী!
রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু  কঠিনকনককঞ্জিনী।

৮৩

তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া—
কোমল গায়ে দিল পরায়ে  রঙিন আঙিয়া।
বিহানবেলা আঙিনাতলে  এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি  পড়িছে ভাঙিয়া।
তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া।

কিসের সুখে সহাস মুখে  নাচিছ বাছনি—
দুয়ার-পাশে জননী হাসে  হেরিয়া নাচনি।
তাথেই-থেই তালির সাথে  কাঁকন বাজে মায়ের হাতে—
রাখাল-বেশে ধরেছ হেসে  বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে  নাচিছ বাছনি।

নিখিল শোনে আকুল-মনে  নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি  তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে  আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে পরে প্রভাত করে  নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে  নূপুর-বাজনা।

৮৪

রাজরাজেন্দ্র জয়  জয়তু জয় হে।
ব্যাপ্ত পরতাপ তব  বিশ্বময় হে।
দুষ্টদলদলন তব দণ্ড ভয়কারী,  শত্রুজনদর্পহর দীপ্ত তরবারি—
সঙ্কটশরণ্য তুমি দৈন্যদুখহারী
মুক্ত-অবরোধ তব  অভ্যুদয় হে।