পাতা:গীতবিতান.djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০০
অচলায়তন - ফাল্গুনী

৯৩

এই  একলা মোদের হাজার মানুষ  দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ  দাদাঠাকুর।
এই তো নানা কাজে,  এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ  দাদাঠাকুর।
সব মিলনে মেলার মানুষ  দাদাঠাকুর।
এই তো হাসির দলে,  এই তো চোখের জলে,
এই তো সকল ক্ষণের মানুষ  দাদাঠাকুর।
এই তো ঘরে ঘরে,  এই তো বাহির করে
এই আমাদের কোণের মানুষ  দাদাঠাকুর।
এই আমাদের মনের মানুষ  দাদাঠাকুর।

৯৪

বাজে রে বাজে রে
ওই রুদ্রতালে বজ্রভেরী—
দলে দলে চলে প্রলয়রঙ্গে  বীরসাজে রে!
দ্বিধা ত্রাস আলস নিদ্রা  ভাঙে লাজে রে!
উড়ে দীপ্ত বিজয়কেতু  শূন্য মাঝে রে!
আছে কে পড়িয়া পিছে  মিছে কাজে রে।

৯৫

মোরা  চলব না।
মুকুল ঝরে ঝরুক,  মোরা  ফলব না।
সূর্যতারা আগুন ভুগে  জ্ব’লে মরুক যুগে যুগে—
আমরা যতই পাই-না জ্বালা  জ্বলব না।
বনের শাখা কথা বলে,  কথা জাগে সাগরজলে—
এই ভুবনে আমরা কিছুই  বলব না।
কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান—
আমরা তো এই প্রাণের টলায়  টলব না।