পাতা:গীতবিতান.djvu/৯৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০৪
রক্তকরবী - নটীর পূজা

স্বপন-তরীর তোরা নেয়ে
লাগল পালে নেশার হাওয়া,
পাগ্‌লা পরান চলে গেয়ে।
কোন্ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা।

১০৭

শেষ ফলনের ফসল এবার
কেটে লও,  বাঁধো আঁটি।
বাকি যা নয় গো নেবার
মাটিতে  হোক তা মাটি।

১০৮

বাঁধন কেন ভূষণ-বেশে
তোরে ভোলায়, হায় অভাগী।
মরণ কেন মোহন হেসে
তোরে দোলায়, হায় অভাগী।

১০৯

দয়া করো, দয়া করো  প্রভু, ফিরে ফিরে
শত শত অপরাধে  অপরাধিনীরে।
অন্তরে রয়েছ জাগি,  তোমার প্রসাদ-লাগি
দুর্বল পরান বাধা  ঘটায় বাহিরে।
শঙ্কা আসে, লজ্জা আসে,  মরি অবসাদে।
দৈন্যরাশি ফেলে গ্রাসি,  ঘেরে পরমাদে।
ক্লান্ত দেহে তন্দ্রা লাগে,  ধুলায় শয়ন মাগে—
অপথে জাগিয়া উঠি  ভাসি আঁখিনীরে।