পাতা:গীতবিতান.djvu/৯৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রবিচ্ছায়া
৮৩৩

তোমার আশ্বাসবাণী  শুনিতে পেয়েছি প্রভু,
মিছে ভয় মিছে শোক  আর করিব না কভু।
হৃদয়ের ব্যথা কব,  অমৃত যাচিয়া লব—
তোমার অভয়-কোলে  পেয়েছি পেয়েছি ঠাঁই।

১৫

কী দিব তোমায়।  নয়নেতে অশ্রুধার,
শোকে হিয়া জরজর হে।
দিয়ে যাব হে, তোমারি পদতলে
আকুল এ হৃদয়ের ভার।

১৬

তোমারেই প্রাণের আশা কহিব!
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে  চরণে চাহিয়া রহিব।
কেন এ সংসারে পাঠালে আমারে  তুমিই জান তা প্রভু গো।
তোমারি আদেশে রহিব এ দেশে,  সুখ দুখ যাহা দিবে সহিব।
যদি বনে কভু পথ হারাই, প্রভু,  তোমারি নাম লয়ে ডাকিব।
বড়োই প্রাণ যবে আকুল হইবে  চরণ হৃদয়ে লইব।
তোমারি জগতে প্রেম বিলাইব,  তোমারি কার্য যা সাধিব—
শেষ হয়ে গেলে ডেকে নিয়ে কোলে।  বিরাম আর কোথা পাইব।

১৭

হাতে লয়ে দীপ অগণন   চরাচর কার সিংহাসন
নীরবে করিছে প্রদক্ষিণ।
চারি দিকে কোটি কোটি লোক  লয়ে নিজ সুখ দুঃখ শোক
চরণে চাহিয়া চিরদিন।
সূর্য তাঁরে কহে অনিবার,    ‘মুখপানে চাহো একবার,
ধরণীরে আলো দিব আমি।