পাতা:গীতবিতান.djvu/৯৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৩৬
পূজা ও প্রার্থনা

২২

দিন তো চলি গেল, প্রভু, বৃথা—  কাতরে কাঁদে হিয়া।
জীবন অহরহ হতেছে ক্ষীণ—  কী হল এ শূন্য জীবনে।
দেখাব কেমনে এই ম্লান মুখ,  কাছে যাব কী লইয়া
প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা
তুমি যদি ডাকো এ অধমে।

২৩

ভবকোলাহল ছাড়িয়ে
বিরলে এসেছি হে।
জুড়াব হিয়া তোমায় দেখি,
সুধারসে মগন হব হে।

২৪

তাঁহার প্রেমে কে ডুবে আছে।
চাহে না সে তুচ্ছ সুখ ধন মান—
বিরহ নাহি তার,  নাহি রে দুখতাপ,
সে প্রেমের নাহি অবসান।

২৫

তবে কি ফিরিব ম্লানমুখে সখা,
জরজর প্রাণ কি জুড়াবে না।
আঁধার সংসারে আবার ফিরে যাব?
হৃদয়ের আশা পূরাবে না?

২৬

দেখা যদি দিলে ছেড়ো না আর,  আমি অতি দীনহীন।
নাহি কি হেথা পাপ মোহ বিপদরাশি।
তোমা বিনা একেলা নাহি ভরসা।