পাতা:গীতবিতান.djvu/৯৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রবিচ্ছায়া
৮৩৭

২৭

দুখ দূর করিলে,  দরশন দিয়ে মোহিলে প্রাণ।
সপ্ত লোক ভুলে শোক  তোমারে চাহিয়ে—
কোথায় আছি আমি দীন  অতি দীন।

২৮

দাও হে হৃদয় ভরে দাও।
তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে,
সুধারসে মাতোয়ারা করে দাও।
যেই সুধারসপানে ত্রিভুবন মাতে  তাহা মোরে দাও।

২৯

দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা— নয়নে বহে অশ্রুবারি।
সংসারে কী আছে হে, হৃদয় না পূরে—
প্রাণের বাসনা প্রাণে লয়ে  ফিরেছি হেথা দ্বারে দ্বারে।
সকল ফেলি আমি এসেছি এখানে,  বিমুখ হোয়ো না দীনহীনে—
যা করো হে রব প’ড়ে।

৩০

ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।
ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক’রে।
তাপিতহৃদয় যারা  মুছিবি নয়নধারা,
ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।
আজি এ আকাশমাঝে  কী অমৃতবীণা বাজে,
পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে!
আজি এ মধুর ভবে  মধুর মিলন হবে—
তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।