পাতা:গীতবিতান.djvu/৯৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪২
পূজা ও প্রার্থনা

৪১

মিটিল সব ক্ষুধা,  তাঁহার প্রেমসুধা,  চলো রে ঘরে লয়ে যাই।
সেথা যে কত লোক  পেয়েছে কত শোক,  তৃষিত আছে কত ভাই।
ডাকো রে তাঁর নামে  সবারে নিজধামে,  সকলে তাঁর গুণ গাই।
দুখি কাতর জনে  রেখো রে রেখো মনে,  হৃদয়ে সবে দেহো ঠাঁই।
সতত চাহি তাঁরে  ভোলো রে আপনারে,  সবারে করো রে আপন।
শান্তি-আহরণে,  শান্তি বিতরণে,  জীবন করো রে যাপন।
এত যে সুখ আছে  কে তাহা শুনিয়াছে!  চলো রে সবারে শুনাই।
বলো রে ডেকে বলো  ‘পিতার ঘরে চলো,  হেথায় শোকতাপ নাই’।

৪২

তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়,  পূজনসাধনহীন জনে।
অকুল সাগরে না হেরি ত্রাণ,  পাপে তাপে জীর্ণ এ প্রাণ—
মরণমাঝারে শরণ দাও হে,  রাখো এ দুর্বল ক্ষীণজনে।
ঘেরিল যামিনী, নিভিল আলো,  বৃথা কাজে মম দিন ফুরালো—
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি—  ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে,  যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে—  অন্ধ এ লোচন মোহঘনে।

৪৩

তব প্রেম সুধারসে মেতেছি,
ডুবেছে মন ডুবেছে।
কোথা কে আছে নাহি জানি—
তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।

88

আমারেও করো মার্জনা।
আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।