পাতা:গীতবিতান.djvu/৯৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গানের বহি - কাব্যগ্রন্থাবলী
৮৪৫

প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা— ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,
তোমার কিরণ করহ প্রেরণ  অশ্রু-আকুল আঁখিতে হে।

৫১

আজ বুঝি আইল প্রিয়তম,  চরণে সকলে আকুল ধাইল।
কত দিন পরে মন মাতিল গানে,
পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,
তাই ব’লে ডাকি সবারে—  ভুবন সুমধুর প্রেমে ছাইল।

৫২

হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে
যিনি আছেন সদা অন্তরে।
সবারে ছাড়ি প্রভু করো তাঁরে,
দেহ মন ধন যৌবন রাখো তাঁর অধীনে।

৫৩

জয় রাজরাজেশ্বর! জয় অরূপসুন্দর!
জয় প্রেমসাগর! জয় ক্ষেম-আকর!
তিমিরতিরস্কর হৃদয়গগনভাস্কর।

৫৪

আজি  রাজ-আসনে তোমারে বসাইব  হৃদয়মাঝারে।
সকল কামনা সঁপিব চরণে  অভিষেক-উপহারে।
তোমারে,  বিশ্বরাজ, অন্তরে রাখিব  তোমার ভকতেরই এ অভিমান।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর—  তুমি চিত্ত-আগারে।

৫৫

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু,  আমি  ক্ষুদ্র অশ্রুবিন্দু।
তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি,
তার পরে সব নীরব শান্তিরাশি—
তার পরে শুধু বিস্মৃতি আর ক্ষমা—