পাতা:গীতবিতান.djvu/৯৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪৬
পূজা ও প্রার্থনা

শুধাব না আর কখন আসিবে অমা,
কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।

৫৬

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে।
তুমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে
নীরবে একাকী তব আলয়ে।
আমি চাহি তোমা-পানে—
তুমি মোরে নিয়ত হেরিছ, নিমেষবিহীন নত নয়নে।

৫৭

আইল শান্ত সন্ধ্যা,  গেল অস্তাচলে শ্রান্ত তপন।
নমো স্নেহময়ী মাতা,  নমো সুপ্তিদাতা,
নমো অতন্দ্র জাগ্রত মহাশান্তি।

৫৮

উঠি চলো, সুদিন আইল—  আনন্দসৌগন্ধ উচ্ছ্বসিল।
আজি বসন্ত আগত স্বরগ হতে
ভক্তহৃদয়পুষ্পনিকুঞ্জে— সুদিন আইল।

৫৯

আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান।
আসিছে কত যায় কত,  পাই শত হারাই শত—
তোমারি পায়ে রাখো  অচল মোর প্রাণ।
দাও মোরে মঙ্গলব্রত,  স্বার্থ করো দূরে প্রহত—
থামায়ে বিফল-সন্ধান  জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে  অন্ধকারে দিবা-আলোকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।