পাতা:গীতবিতান.djvu/৯৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গীতালি - নবগীতিকা
৮৫৫

হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলনঘোরে।
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
প্রাণে তোমার পরশ নিলেম ধ’রে।
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি—
আবার তোমায় চিনব নূতন ক’রে।

৭৫

বলো বলো, বন্ধু, বলো  তিনি তোমার কানে কানে
নাম ধরে ডাক দিয়ে গেছেন  ঝড়-বাদলের মধ্যখানে।
স্তব্ধ দিনের শান্তিমাঝে  জীবন যেথায় বর্মে সাজে
বলো সেথায় পরান তিনি  বিজয়মাল্য তোমার প্রাণে।
বলো তিনি সাথে সাথে  ফেরেন তোমার দুখের টানে।
বলো বলো, বন্ধু, বলো  নাম বলো তাঁর যাকে তাকে—
শুনুক তারা ক্ষণেক থেমে  ফেরে যারা পথের পাকে।
বলো বলো তাঁরে চিনি  ভাঙন দিয়ে গড়েন যিনি—
বেদন দিয়ে বাঁধো বীণা  আপন-মনে সহজ গানে।
আঁখি দেখুক চেয়ে  সহজ সুখে তাঁহার পানে।

৭৬

মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা।