এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা ও প্রার্থনা
৮৩
শুভ্র প্রভাতে
পূর্বগগনে উদিল
কল্যাণী শুকতারা।
তরুণ অরুণরশ্মি
ভাঙে অন্ধতামসী
রজনীর কারা!
৮৩
শুভ্র প্রভাতে
পূর্বগগনে উদিল
কল্যাণী শুকতারা।
তরুণ অরুণরশ্মি
ভাঙে অন্ধতামসী
রজনীর কারা!